Khoborerchokh logo

গাজীপুর মহানগরের পূবাইল এলাকার দুইটি সড়ক খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ ৩টি সেতু,বড় র্দুঘটনার আশঙ্কা 591 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরের পূবাইল এলাকার দুইটি সড়ক খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ ৩টি সেতু,বড় র্দুঘটনার আশঙ্কা

:- গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি ওর্য়াডের কোলঘেষে মুল শহরের সঙ্গে যুক্ত পূবাইলের দুটি সড়কের বেহাল দশা। সড়ক দুটিতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে ওঠায় জনদুর্ভোগ পৌচেছে চরমে । প্রায় সময় শোনা যায়,রিকশা্ ভ্যান,অটো রিকশা্,পিকআপ,মালামাল বহণকারী যানবাহণ উল্টে যেতে,কখনো কখনো গাড়ীর চাকা ডেবে যায়,তখন রেকার ছাড়া বিকল্প থাকে না ।  
স্থানীয় বাসিন্দারা জানান,পূবাইলের কলেজগেট ও জিসিসি‘র ৪০ নম্বর ওয়ার্ডের কলেরবাজার থেকে গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর সংযোগ সড়ক দুটি  ও খানাখন্দে ভরা। এই দুটি সড়কে রয়েছে তিনটি ঝুকিপূর্ণ সেতু,চরম দুর্ভোগে পড়েছেন মহানগরের পূবাইলবাসী ও জেলা শহরে কর্মরত এই সড়ক দিয়ে চলাচলকারীরা। সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতুগুলোকে পূবাইলের দুঃখ বলে অভিহিত করছেন অনেকেই। সেতুগুলো মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।স্থানীয়রা আরও জানান  গাজীপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থান টঙ্গী-পূবাইল সড়কের কলেজগেটে এসে জয়দেবপুরকে সংযুক্ত করেছে একটি সড়ক। অন্যটি ঢাকা বাইপাস মহাসড়কের কলের বাজার থেকে গাজীপুরকে সংযুক্ত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-টঙ্গী, কালীগঞ্জ উপজেলা ও পূবাইলের অনেকেই গাজীপুরে শহরে যেতে সড়ক দুটি ব্যবহার করেন। কিন্তু বছরের পর বছর সড়ক দুটির কোনো সংস্কার কাজ নেই। খানাখন্দে বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক দুটি অনেক পুরানো। চলমান সড়ক সচল না রেখে নতুন নতুন সড়কের কাজ চলছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া, সদর হাসপাতালে যেতে রোগীরা সড়ক দুটি ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন। এ সড়ক দুটির পাশেই গড়ে উঠেছে ১০-১৫টি শুটিং স্পট, রিসোর্ট ও কলকারখানা। শুটিং ও পিকনিকে আসা গাড়িগুলোকেও প্রায়  বিড়ম্বনায় পড়তে হয়।জিসিসি‘র ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন এলাকার সেতুতে দেখা যায়,ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ লেখা একটি নোটিশ কার্ড ঝুঁলিয়ে দেওয়া হয়েছে। যদিও নিষেধ উপেক্ষা করেই দিনে শত শত ভারী ও হালকা যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে।এলাকাবাসী বলছেন,ফাটল ধরা, সেতুর মাঝখানে গর্ত হওয়া ও জরাজীর্ণ পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।   

এ সড়কে নিয়মিত চলাচলকারী কয়েকজন যাত্রী আক্ষেপের সাথে বলেন,গাজীপুরে অনেক এলাকার রাস্তা সংস্কার হয়েছে কিন্তু আমাদের এলাকার রাস্তাঘাটের পরিবর্তন হয় নাই ,কবে নাগাদ হবে তাও জানিনা । তবে আমাদের মৃত্যুর পরে হলেও হতে পারে । পূবাইল ভূমি অফিস সহকারী নাজমুল হোসেন জানান,প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অফিস করতে হয়। রাস্তায় চলাচল করার অবস্থা একেবারেই খারাপ সাথে ৩টি ঝুঁকিপূর্ণ সেতু ।
গাজীপুর সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার আকবর হোসেন জানান,ঝুঁকিপূর্ণ সেতু তিনটি ও সড়ক দুটি‘র টেন্ডার হয়েছে ৬০ ফুট প্রশস্তকরণ কাজ দ্রুত শুরু হয়ে যাবে।আপাতত চলাচলের উপযোগী করতে জরুরি ভিত্তিতে আগামী দুই এক দিনের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com